
সোমবার ২৬ মে ২০২৫
বহরমপুরের লজ থেকে ব্যবসায়ীর দেহ উদ্ধার ।দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়। বহরমপুর থানার বানজেটিয়া এলাকার ঘটনা ।লজের বন্ধ ঘরের মধ্যে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার ।মৃত ওই ব্যবসায়ীর নাম মহম্মদ মুকাদ্দাস আলী।বাড়ি মুর্শিদাবাদ বেলডাঙা থানা এলাকাতে।